কে অপরাধী, ব্যক্তি, গোষ্টী না দল?
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২০, ৯:৩৮ অপরাহ্ণ
আমরা সামাজিক জীব । সমাজ ও পরিবেশ আমাদের বাস্তবমুখী করে তোলে। কেউ অপরাধী হয়ে জন্মায় না। সামাজিক ও রাজনৈতিক পরিবেশে মানুষ আলো ও অন্ধকারের দিকে ধাবিত হয়। পারিবারিক পরিবেশ আমাদের মূল ভিত্তি। প্রত্যেক পরিবারের উচিত তাঁর সন্তানের খোঁজ খবর রাখা। আমরা কী পারছি?
আমরা সবাই কোনো না কোনো দলকে সমর্থন করি । তারপর পারিবারিক গোষ্টী কিংবা গোত্র নির্ভর ।
যখন কোনু অপরাধ সংঘটিত হলো প্রথমেই রাজনৈতিকরণ শুরু হয়ে যায় -দল, গোষ্টী কিংবা গোত্র ।
আমাদের নৈতিকতার মানসিক পরিবর্তন করতে হবে। অপরাধী সে অপরাধীই এটাই তার পরিচয় হওয়া উচিত। কেন? আমরা দল, গোষ্টী কিংবা গোত্রকে দায়ী করব? একজনের মস্তিষ্ক বিকৃত হতেই পারে, তার জন্য কী আমরা অন্যকে দোষারোপ করতে পারি, পারি না ।
দলমত সবার উর্ধে অপরাধীকে সনাক্তকরণ। দলকে নয়, ব্যক্তির অপরাধ ব্যক্তিই বহন করতে হবে, তারপর ঐ ব্যক্তি যদি কোনু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকে তখন দেখতে হবে দল তার ব্যাপারে কী ভূমিকা নেয় । আমরা অপেক্ষা না করেই দেদারছে দলকে দোষারোপ করি । পাপকে নয় পাপীকে ঘৃণা করো।
লেখক: বারীন্দ্র দাস
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
- 23Shares