লিডিং ইউনিভার্সিটিতে হালাল শিল্পে সম্ভাবনা ও উদ্যোক্তা বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২০, ৪:৪১ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে বিশ্বে এবং বাংলাদেশে হালাল শিল্পে সম্ভাবনা ও উদ্যোক্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২০) সন্ধ্যা ৭টায় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য শ্রীযুক্ত বনমালী ভৌমিক এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই। বিশ্বে এবং বাংলাদেশে হালাল শিল্পে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এক্সপোপ্রো বাংলাদেশের প্রতিষ্ঠতা ও সিইও মো. মামুনুর রহমান এবং মালয়শিয়ার উতারা ইউনিভার্সিটির ইসলামিক বিজনেস ইশকুল এর সিনিয়র লেকচারার ড. মো. মাহফুজুর রহমান।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রকিব উদ্দিন, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইইই বিভাগের অধ্যাপক ড. মো. শাহরিয়ার খান এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাগীব আলী বলেন, ‘হালাল খাদ্য এবং হালাল পণ্য ব্যবহার আমাদের মনে শান্তির যোগান দেয়, আত্মতৃপ্তি আনে। শুধু মুসলিম দেশ নয় বর্তমানে বিশ্বের অনেক উন্নত দেশও হালাল খাবার এবং হালাল পণ্যের ব্যবহার বাড়ছে। বাংলাদেশ থেকেও উদ্যোক্তা সৃষ্টি হয়ে বিশ্বের অন্যান্য দেশে হালাল পণ্যের মার্কেট দখল করতে পারবে। সেজন্য সরকার এবং শিল্পপতিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
আলোচকগণদের মধ্যে ড. মো. মাহফুজুর রহমান বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে মালয়শিয়ায় হালাল শিল্প কিভাবে সামনে এগিয়ে যাচ্ছে তার উদাহরণ এনে হালাল পণ্যের কোয়ালিটি এবং আন্তর্জাতিক মান নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, হালাল পণ্য তৈরি করতে হালাল উপাদান ব্যবহার করতে হবে। গ্লোবাল হালাল মার্কেট পেতে এবং হালাল পণ্যের সার্টিফিকেশন কিভাবে পাওয়া যেতে পারে তারও ব্যাখ্যা করেন তিনি।
মো. মামুনুর রহমান বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে হালাল পণ্যের ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনায় বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ হিসেবে এ দেশে হালাল পণ্য উৎপাদন হচ্ছে। কিন্তু আমরা শুধু হালাল পণ্য বলতে শুধু হালাল খাদ্য বুঝালে হবে না, সেই সাথে হালাল ঔষধ, হালাল কসমেটিক্স, হালাল মিডিয়া এমনকি হালাল ট্যুরিজম এরও ব্যাপক সম্ভাবনা এদেশে রয়েছে। তার জন্য আমাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান এ উদ্যোক্তা তৈরিতে প্রধান ভূমিকা রাখতে পারে।’ আলোচকগণ এ সেমিনারের আয়োজন এবং তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য লিডিং ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান।
লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. শামিমুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।