সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তপশীল ঘোষণা
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) কার্যনির্বাহী কমিটির সভায় এ তফশিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষনা করবে নির্বাচন কমিশন।
এছাড়া ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৭-২৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র জমা ও ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। ৩ ডিসেম্বর বিকেল ৩টা হতে সন্ধ্যা ৬টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার, ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।