সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু
দৈনিক সিলেট ডট কম
মোজাম্মেল আলম ভূঁইয়া সুনামগঞ্জ : সুনামগঞ্জের পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কৃষকের নাম আপ্তাব মিয়া (৫২)। তিনি জেলার দোয়ারা বাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়- আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় নিজ বাড়ির উঠানে ধান মাড়াই করার সময় বৈদ্যুতিক লাইনের সাথে নিজের অজান্তে জড়িয়ে পড়েন। এঘটনায় কৃষক আপ্তাব মিয়া গুরুত্বর আহত হলে পরিবারের লোকজন তাকে তাড়াতাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক কৃষক আপ্তাব মিয়াকে মৃত বলে ঘোষনা করেন।
দোয়ারা বাজার থানার ওসি নাজির হোসেন এঘটনার বিষয়ে সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন