ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার পক্ষে পাক সেনাবাহিনী!
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২০, ৫:১৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার জন্য বন্ধু দেশগুলোর কাছে থেকে চাপ আসছে বলে জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি দেশটির বেসরকারি জিএনএন টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। এখন দেশটির সেনাবাহিনীও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার পক্ষে বলে শোনা যাচ্ছে।
পাকিস্তানের সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক কানোয়ার খুলদুন শহীদ ইসরায়েলের প্রভাশালী সংবাদমাধ্যম হারেৎজ’র এক প্রতিবেদনে পাকিস্তান সেনাবাহিনীকে নিয়ে এই মন্তব্য করেছেন।
কানোয়ার খুলদুন শহীদ তার প্রতিবেদনে লিখেছেন, পাকিস্তানের সেনাবাহিনীও ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পক্ষে। তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেন, পাক সেনাবাহিনী মনে করে এর মাধ্যমে ভারত-ইসরায়েল কৌশলগত সম্পর্কে কিছুটা হলেও ভারসাম্য আনা যাবে।
সৌদি আরবে পাকিস্তান সেনাবাহিনীর ‘অর্থনৈতিক স্বার্থের’ কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীর মাধ্যমেও হয়তো ইসরায়েলের বিষয়ে পাকিস্তানের অবস্থান বদলের চেষ্টা করছে সৌদি আরব।
পাকিস্তানি এই সাংবাদিক আরো বলেন, তাদের ওপর পাকিস্তানের অর্থনৈতিক নির্ভরতার সুযোগ সৌদি আরব নিতেই পারেন। পাকিস্তানের প্রায় ২০০ কোটি ডলারের জরুরি ঋণ সাহায্য আটকে রেখেছে সৌদি সরকার। যা পাকিস্তানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন তিনি।-একুশে