৭০ শতাংশ মানুষ মাস্ক পরলেই মহামারী আটকানো সম্ভব : গবেষণা
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: করোনা (কোভিড-১৯) মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়নি। এরপরও এই মহামারীকে আটকানো সম্ভব। তবে এর জন্য অন্তত ৭০ শতাংশ মানুষকে প্রতিনিয়ত নিয়ম করে মাস্ক ব্যবহার করতে হবে।
সম্প্রতি সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। কী ধরনের মাস্ক পরলে এবং কতক্ষণ পরলে তা মহামারী রোধে বড় ভূমিকা পালন করবে তাও বলা হয় ওই প্রতিবেদনে। ফিজিক্স অফ ফ্লুইডস জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।
গবেষক দলের সদস্য সঞ্জয় কুমার জানান, করোনা মাহামারী রুখতে সার্জিক্যাল মাস্কই আদর্শ। এটি ৭০ শতাংশ কার্যকর। তাই ৭০ শতাংশ মানুষও যদি বাইরে বের হলে সব সময় মাস্ক পরে থাকেন, তাহলেই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল হওয়া যাবে বলে জানান তিনি।
গবেষকরা আরো জানান, কোনো ব্যক্তি কথা বললে, গান গাইলে, হাঁচি-কাশি দিলে বা শুধু নিঃশ্বাস নিলেও সূক্ষাতিসূক্ষ ড্রপলেট মুখ থেকে নির্গত হয়। যা বেশিরভাগ সময়ই চোখে দেখা যায় না। এর মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। আর সেই ড্রপলেট আটকাতেই সক্ষম সার্জিক্যাল মাস্ক। ৫-১০ মাইক্রোন ড্রপলেটকে বড় তার চেয়ে কম মাইক্রোনের ড্রপলেটকে ছোট হিসেবে গণ্য করা হয়।
কিন্তু বিজ্ঞানের ভাষায়, ছোট ড্রপলেটই বেশি ভয়ংকর। এমতাবস্তায় কাপড়, সিল্ক বা এন৯৫ (N95) মাস্ক পরলেও কি একইভাবে এই ড্রপলেট রোখা সম্ভব?
এ বিষয়ে গবেষকরা জানান, এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী সার্জিক্যাল মাস্কই। স্বাস্থ্যকর্মী বা জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীদের মতো যদি বেশ কয়েক ঘণ্টা টানা এই মাস্ক পরে থাকা যায়, তবেই তার ইতিবাচক ফল পাওয়া যাবে। এছাড়াও হাইব্রিড পলিমার দিয়ে তৈরি করা মাস্কও বেশ কার্যকর বলেও এই গবেষণায় বলা হয়।-হেলথ টিপস