বিশ্বনাথে প্রবাসীর ভূমি জবরদখল: পরিদর্শনে এডিশনাল এসপি
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২০, ৭:৫২ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানী ও তার ভূমি জবরদখল অভিযোগের তদন্ত করেন সিলেটের এডিশনাল এসপি রফিকুুল ইসলাম। বৃহস্পতিবাপর (২৬ নভেম্বর) দুপরে সরেজমিন বিশ্বনাথে তদন্তে যান তিনি।
জানা গেছে, বিশ্বনাথ দশঘরের মরহুম সোনা মিয়ার পুত্র মো. সাজু আহমদ সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন। দেশের বাড়িতে থাকা পৈত্রিক সহায় সম্পত্তি দেখাশোনা করে তার নিযুক্ত কর্মচারীরা। স্থানীয় সাবেক ইউপি মেম্বার আবুল হোসেনের সহযোগিতায় ও তত্বাবধানে একটি চাঁদাবাজ ভূমিদস্যু চক্র যুক্তরাজ্য প্রবাসী মো. সাজু আহমদের কাছে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা চাঁদা না পেয়ে তার পৈত্রিক ৭১ শতক জমি জোর করে দখলে নিয়ে যায় তারা । এমনকি তার ক্ষেতের জমি অনাবাদ রেখে দেয়। নিরুপায় হয়ে প্রবাসী সাজু আহমদ এ বছরের ২৮ সেপ্টেম্বর জনৈক আবুল কালাম আছাদের মাধ্যমে সিলেটের পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করেন। আবেদনে তার সহায় সম্পত্তি জোরপূর্বক দখল ও আত্মসাতের জন্য তিনি বিশ্বনাথের দশঘর ইউপি’র সাবেক মেম্বার আবুল হোসেনসহ ৬ জনকে অভিযুক্ত করেন। অভিযুক্ত অন্যরা হচ্ছেন-বিশ্বনাথ উপজেলার দশঘরের মৃত হাছিব উল্লাহর পুত্র আব্দুর রশিদ, আবদুর রশিদের পুত্র আব্দুর রকিব, আবুল হোসেনের পুত্র আমজাদ হোসেন,আফসান হোসেন ও আহবাব হোসেন।
জেলা পুলিশ সুপারের নির্দেশে সিলেটের ওসমানীনগর সার্কেলের এডিশনাল এসপি রফিকুল ইসলাম বৃহস্পতিবার ঘটনার সরেজমিন তদন্তে যান। তদন্তকালে তিনি এলাকার লোকজনের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় তার সাথে ছিল একদল পুলিশ। তদন্তকালে এডিশনাল এসপি প্রবাসীর ক্ষেতের জমি অনাবাদ দেখতে পান। পরির্শনকালে এডিশনাল এসপি রফিকুল ইসলাম উভয়পক্ষকে শান্তি শৃংখলা বজায় রেখে আগামী এক সপ্তাহের মধ্যে অনাবাদ জমির মালিকানা সম্পর্কিত কাগজাত নিয়ে তার অফিসে হাজির হওয়ার নির্দেশ দেন।