সাংবাদিক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২০, ৯:৩৬ অপরাহ্ণ
সাংবাদিকতা মহান পেশা সবাই জানে ভাই,
তবু কেন এই অবস্থা সবখানেতে পাই !
দেশের অনেক মন্ত্রী-আমলা, করেন কটূক্তি;
আসলে কিন্তু এমন কথার নেই কোনো যুক্তি ।
সাংবাদিকের এই কী দোষ- সত্য কথা লিখে,
সত্য কথা প্রকাশ পেলে- মুখ হয়ে যায় ফিকে !
সাংবাদিকরাও মানুষরে ভাই রক্ত-মাংসে গড়া,
আসুন সবে তাঁদের হাতে না পরাই হাতকড়া ।