৬টি গাড়ি হস্তান্তর করলেন এসএমপি কমিশনার
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২০, ৯:২৭ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর বিভিন্ন ইউনিটের অফিসারদের মধ্যে ৬টি গাড়ি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে দুটি মাইক্রোবাস এবং চারটি প্রাইভেট কার রয়েছে। এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ সোমবার সকাল ১১টায় এসএমপি’ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে এসব গাড়ি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।