সিলেটে শক্তিশালী বিস্ফোরক দ্রব্যসহ দুষ্কৃতিকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২০, ৩:০২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর থানা এলাকা থেকে উচ্চ বিস্ফোরক (পাওয়ার জেল) ও ইলেক্ট্রিক ডেটোনেটরসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের জৈন্তপুর থানার নোয়াখেল গ্রামের মৃত মোদ্দাসের আলীর ছেলে ইয়াসিন আলী (৪৫)।
র্যাব জানায়, সোমবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে জৈন্তপুরের চারিকাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামন তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উচ্চ বিস্ফোরক (পাওয়ার জেল) ৯টি, ইলেক্ট্রিক ডেটোনেটর ৯টি ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মো.শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও এএসপি এ,কে,এম কামরুজ্জামান।
বিষয়টি নিশ্চিত করে র্যাব ৯-এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিএস