কমলগঞ্জে ভাইয়ের আঘাতে ভাই খুন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২০, ৪:৫৯ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড়ভাই কৃঞ্চ কান্ত সিংহ নিহত হয়েছেন। সোমবার রাতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে ছোট ভাইসহ তার পরিবারের লোকজন পলাতক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কালাবিল গ্রামে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছোট ভাই লাল মোহন সিংহের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল বড় ভাই কৃঞ্চ কান্ত সিংহের। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের জমিতে সবজি ক্ষেত পরির্চচার জমিতে গেলে কৃঞ্চ কান্ত সিংহকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে ছোট ভাই লাল মোহন সিংহ।
নিহতের মেয়ে রুমা সিনহা বলেন, আমার বাবাকে চাচা পরিকল্পিতভাবে হত্যা করেছেন। আমি হত্যাকারীর বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছেন।
ডিএস/বিআরএন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
- 3Shares