সাংবাদিক নবেলের সুস্থতা কামনায় শাহীনুর পাশার উদ্যোগে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২০, ৮:০১ অপরাহ্ণ
সিলেট জেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলের রোগমুক্তি কামনা করে সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশ চৌধুরীর উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর সিলেট শহরতলীর ইসলামপুরের উত্তর জাহানপুর জামিয়া দারুল কোরআন সিলেটের মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে করোনা ভাইরাসে আক্রান্ত নবেলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এছাড়া- দেশ-বিদেশে করোনায় আক্রান্ত মুসলমানদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন- জামেয়া দারুল কোরআন সিলেটের সরপরস্ত মাওলানা শায়েখ মুহিব্বুর রহমান।
এতে মাদ্রাসার প্রিন্সিপাল ও সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন- মানবজমিন ও একুশে টেলিভিশনের সিলেটের ব্যুরো প্রধান ওয়েছ খছরু, জামেয়া দারুল কোরআন সিলেটের মাওলানা হাফিজ মুফতি মাছুম আহমদ, মাওলানা হাফিজ মুফতি এহতেশামুল হক ক্বাসেমী, সহকারী শায়খুল হাদিস হাবিবে রব্বানী চৌধুরী, বৈশাখী টেলিভিশনের ক্যামেরা পার্সন তারেক আহমদ চৌধুরী রাহেল, বাংলাভিউ’র সাংবাদিক মোজাম্মেল হকসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা প্রমুখ।
এর আগে সকালে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে কোরআন খতমের আয়োজন করা হয়।
ডিএস