মৌলভীবাজারে মেডিকেল অফিসার ডা.অখিল আর নেই
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২০, ১০:২৫ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরাবাজার ইউনিয়ন নিবাসী তারাপাশা কামারচাক ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্রের উপ সহকারি মেডিকেল অফিসার ডাঃ অখিল চন্দ্র দেবনাথ( ৫৮) আর নেই। তিনি (০২ ডিসেম্বর) বুধবার সকাল আনুমানিক ০৮.২০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে পরলোক গমন করেন।
দুপুরে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তাকে পারিবারিক শশ্মানে চির নিদ্রায় শায়িত করা হয়।
আত্নীয়-স্বজন প্রয়াতের আত্নার সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।