সাংবাদিক চৌধুরী মুমতাজ সর্ম্পকে কাউন্সিলর সেলিমের বেফাঁস বক্তব্য: অনলাইন প্রেসক্লাবের নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২০, ১০:০৬ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেটের সিনিয়র সাংবাদিক ও দৈনিক একাত্তরের কথার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ ও প্রকাশক নজরুল ইসলাম বাবুল সম্পর্কে সিলেট সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের কটুক্তি ও অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন, প্রকাশিত সংবাদ নিয়ে যে কেউ প্রতিবাদ বা দ্বিমত প্রকাশ করতে পারেন। আর এর জন্য যথাযথ প্রক্রিয়াও রয়েছে। অথচ কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম সে দিকে না গিয়ে সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের প্রতি অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন যা কোন অবস্থায় গ্রহনযোগ্য হতে পারে না।
তারা ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের বেফাঁস বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।