অ্যাজমা রোগীদের করোনার ঝুঁকি কম : গবেষণা
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২০, ৬:৩৪ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: করোনা (কোভিড-১৯) মহামারীর এখন চলছে দ্বিতীয় আঘাত। প্রতিদিনই সারাবিশ্বে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমতাবস্তায় অ্যাজমা রোগীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর মিলেছে। শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগীদের করোনা হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলে দাবি করা হয় এক গবেষণায়।
সম্প্রতি দ্য জার্নাল অফ অ্যালার্জি এন্ড ক্লিনিকাল ইমিউনোলজি জার্নালে ওই গবেষণাটি প্রকাশিত হয়। সেখানে অ্যাজমা রোগীদের করোনার ঝুঁকি কম বলে দাবি করা হয়। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
গবেষকরা জানান, এই সমীক্ষায় ইসরায়েল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখানে ইহুদি এবং অইহুদি দুই ধরনেরই মানুষ ছিলেন। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে যেসব সংস্থা করোনা পরীক্ষা করছিল তাদের থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।
ওই তথ্য মতে, মোট ৩৭ হাজার ৪৬৯ জনের মধ্যে আরটিপিসিআর পদ্ধতিতে ২ হাজার ২৬৬ জনের করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৩৮ জন অ্যাজমা রোগী ছিলেন, যারা করোনায় আক্রান্ত হননি। মাত্র ১৫৩ জন অ্যাজমা রোগী আক্রান্ত হয়েছেন।-স্বাস্থ্য গবেষণা