কোম্পানীগঞ্জের দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২০, ৬:২১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের সীমান্তবর্তী এলাকা কোম্পানীগঞ্জ থেকে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪২৫ পিস ইয়াবা জব্ধ করা হয়।
শীর্ষ দুই মাদক ব্যবসায়ী হলেন, কোম্পানীগঞ্জের লামা ডিস্কিবাড়ী গ্রামের মৃত সরকম আলীর পুত্র আকলিস মিয়া ও মৃত ইনতাজ আলীর পুত্র রফিকুল ইসলাম।
র্যাব জানায়- গ্রেপ্তারকৃতরা সিলেটের শীর্ষ মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন থেকে মাদক কারবার করে আসছে।
তাদেরকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিএস