সিলেটের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবজাতকের লাশ
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২০, ৬:২৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: সিলেটের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের উল্টোদিকের ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গামছা এবং লালচে কাপড়ে মোড়ানো ছিল নবজাতকের মরদেহটি। আজ শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই ওখানে নোংরা কাপড়গুলো পড়েছিল। সড়কে এমন অনেক কাপড় পড়ে থাকে তাই পথচারীদেরও কারও চোখে পড়েনি। দুপুরে কাপড়ের কিছু অংশের ভেতর থেকে নবজাতকের শরীর দেখতে পেয়ে থানায় জানায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাবির জগন্নাথ হলের উল্টোদিকে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে কাপড় দিয়ে মোড়ানো এক মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। ছেলে না মেয়ে এটা এখনো জানা যায়নি।’
তিনি আরও জানান, নবজাতকের নিচের অংশ অনেকটা পচে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একই ভাবে সিলেট নগরীর আখালিয়া এলাকায় রাস্তার পাশে ময়লার স্তুপে এক নবজাতকের লাশ পাওয়া যায়। কে বা কারা লুঙ্গির দিয়ে পেছিয়ে নবজাতকের লাশটি ফেলে যায়।
শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রথম লাশটি দেখেন এক পথচারী। পরে উৎসুক জনতা লাশটি দেখার জন্য ভিড় করেন।
ধারণা করা হচ্ছে ওই নবজাতকের স্বজনরাই লাশটি রাতের আধাঁরে ময়লার মধ্যে ফেলে গেছে।
খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।