সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২০, ১১:০৯ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট মহানগরীর সব এলাকাসহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে আগামী শনিবার (১৯ ডিসেম্বর) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বেলা ২ টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা সিলেট মহানগরীর সব এলাকাসহ সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কিছু অংশে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন