জসীম উদ্দীনের মায়ের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য, অনলাইন নিউজপোর্টাল জনতার ডাক২৪.কম এর সম্পাদক মো: জসীম উদ্দীনের মাতা ও গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তরলাবু ঘাটপার নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম ইব্রাহিম আলীর স্ত্রী মোছাঃ হাওয়ারুন নেছার (৬৫) মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
শুক্রবার (২৫ ডিসেম্বর) এক শোক বার্তায় ক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।