ক্যারিবিয়ানদের সবাই করোনা নেগেটিভ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২১, ৫:৩৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: গত রোববার (১০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের ৩৮ সদস্যের দল ঢাকা এসে পৌঁছায়। নিয়ম অনুযায়ী এখন তারা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কোয়ারেন্টাইন পালন করছে। এরই মধ্যে প্রথম দফায় তাদের কোভিড টেস্ট সম্পন্ন হয়েছে। হাতে আসা রিপোর্টে জানা গেল ক্যারিবিয়ানদের সবাই নেগেটিভ।
দলের সবার করোনা নেগেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যারিবিয়ানদের ম্যানেজার ড্যারিও বার্থলি। কোনো খারাপ সংবাদ না এলেও এখনই ছাড়া পাচ্ছেনা সফরকারীরা। কারণ আরও একাধিকবার কোভিড টেস্টে অংশ নিতে হবে তাদেরকে।
আগামীকাল (বুধবার) কোয়ারেন্টাইনের শেষ দিন ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য। এরপর ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে অনুশীলন শুরু করবে তারা। ১৮ তারিখ বিকেএসপির তিন নম্বর মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই করোনাকালীন সময়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে আগামী ২০ জানুয়ারি।