সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২১, ১২:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
জানা যায়, সিলেটে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২০৬, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
গেল ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের। এর মধ্যে সিলেটে ১১, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫৭০২। এর মধ্যে সিলেট জেলায় ৯৩০৮, সুনামগঞ্জে ২৫২১, হবিগঞ্জে ১৯৬৯ ও মৌলভীবাজার জেলায় ১৯০৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সিলেটে সুস্থ হয়ে উঠেছেন ১৫জন। নতুন সুস্থদের সবাই সিলেটের বাসিন্দা।
সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৮ হাজার ৯২৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৮৩ জন, হবিগঞ্জে ১৬০৩ জন এবং মৌলভীবাজারের ১৭৪১ জন সুস্থ হয়েছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৯১ জন। এরমধ্যে ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২৩ হাজার ৩১১ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২২ হাজার ৬২০ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৯১ জন।
ডিএস