চেক ডিজওনার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২১, ১২:৫৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর ওসমানী মেডিকেলের সামনে থেকে চেক ডিজওনার (এনআই) মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আব্দুল কাইয়ূম (৫২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গতকাল মঙ্গলবার সোয়া ৩টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কোতোয়ালী থানাধীন মেডিকেল কলোনীর বিপাশা বিল্ডিংয়ে ৩৩নং বাসার বাসিন্দা মৃত বাদশা মিয়ার পুত্র।
গ্রেপ্তারের পর তাকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ এর এএসপি ওবাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএস