ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২১, ১২:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে আহত হয়েছেন ১০ জন যাত্রী।
জানা যায়, বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওসমানীনগরের ইলাশপুর নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ওসমানীনগর থানা পুলিশ। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে খাদে পড়া বাস থেকে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৪ জনকে ওসমানীনগরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, বগুড়া থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছিলেন যাত্রীরা। ওসমানীনগরের গোয়ালাবাজারের ইলাশপুরে ঘেন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা বাসের ভেতর থেকে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।
ডিএস