সিলেটে ১৮৯ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২১, ২:৫১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট থানাধীন বাজারীঘাট এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১৮৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ওসমান আলী ওরফে তাজ উদ্দিনকে (২০) গ্রেফতার করেছে। সে কানাইঘাটের গোরকপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে কানাইঘাট থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এর আগে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে র্যঅব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলমের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কানাইঘাট বাজারীঘাট থেকে র্যাব বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ওসমান আলী ওরফে তাজ উদ্দিনকে (২০) গ্রেফতার করে।
ডিএস