কানাইঘাটে ৬ পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ওয়ারেন্ট ভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায় থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম এর দিক নির্দেশনায় পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে উপজেলার দিঘীরপার গ্রামের জহিরুল ইসলাম চৌধুরীর ছেলে মাহবুব জাহান চৌধুরী (৩২), হারাতৈল উত্তর গ্রামের নুরুল হকের ছেলে ছয়ফুল আলম (৩৪), লখাইর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে নুরুল হক কালাই (৪৮), দূর্গাপুর গ্রামের মতিউর রহমানের পুত্র নুরুল ইসলাম, হারাতৈল উত্তর গ্রামের ছয়ফুল আলমের পুত্র রাসেল আহমদ (২১) ও গোরকপুর গ্রামের মন্তাজ আলীর পুত্র উসমান আলী তাজ উদ্দিন।
থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান এখন থেকে পলাতক ওয়ারেন্ট ভূক্ত এবং নিয়মিত মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান আরো জোরদার করা হবে।