কোম্পানীগঞ্জে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২১, ৭:৫৬ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় “গ্রামীণ উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেদ।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এম নজরুল, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শরিফুল আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ইসলামপুর পশ্চিমইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, দক্ষিণ রণি খাইইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকন মিয়া প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, পর্যটন শিল্পকে বিকশিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরকে আধুনিকায়ন করতে রূপরেখা তৈরি করছে সরকার। কোম্পানীগঞ্জ উপজেলার দৃষ্টিনন্দন রাণীবন, শাহ আরফিনটিলা ও মায়াবনকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।