আওয়ামী লীগের উপকমিটির সদস্য সুইটি
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২১, ৫:৪২ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: শিল্পীদের অনেকে দেশের রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন পদের দায়িত্বেও রয়েছেন তারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী তানভীন সুইটি। আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলাবিষয়ক উপকমিটির সদস্য হলেন তিনি। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন। ১৯ জানুয়ারি মঙ্গলবার কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।
প্রথমবার আওয়ামী লীগের সাংগঠনিক কোনো কমিটিতে স্থান পেলেন সুইটি। তিনি বলেন, ‘বেশ আনন্দিত আমি। অনেকদিন ধরে আওয়ামী লীগের জন্য কাজ করছি। অবশেষে সাংগঠনিক কমিটির পদ পেলাম। কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। ধন্যবাদ জানাই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি আপাকে।
সুইটি আরও বলেন, ‘আমার বাড়ি গোপালগঞ্জ। সেই সূত্রে পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার পরিচয়। ধীরে ধীরে আমিও রাজনীতির সঙ্গে জড়িয়ে যাই। অনেক দিন ধরেই আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সক্রিয় আছি। বিভিন্ন কর্মসূচিতে আমি অংশ নিয়েছি। উপকমিটির সদস্য হওয়ার পর দায়িত্ব বেড়ে গেল।’
সুইটির অভিনয়ে পথচলা শুরু হয়ে ১৯৯৫ সালে মঞ্চের মধ্য দিয়ে। প্রথম অভিনয় করেন সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে। এরপর সুইটি একে একে ‘স্পর্ধা’, ‘কৃতদাস’, ‘তোমরাই’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘মেরাজ ফকিরের মা’, ‘মেহেরজান আরেকবার’সহ বেশকিছু মঞ্চ নাটকে অভিনয় করেন।
টেলিভিশনে সুইটি প্রথম নাটকে অভিনয় করেন সালমান শাহের বিপরীতে ‘স্বপ্নের পৃথিবী’তে। আফজাল হোসেনের নির্দেশনায় প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। তার অভিনীত সিনেমা আবু সাইয়ীদের ‘বাঁশি’ এবং কামরুজ্জামান কামুর ‘দি ডিরেক্টর’।