সিলেট জেলা যুবদলের সদস্য হিরা বহিস্কার
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২১, ৬:১৮ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরাকে বহিস্কার করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক এ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে এবং এ বহিস্কারাদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশক্রমে সহ-দফতর সম্পাদক এ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উক্ত বহিস্কারাদেশ কার্যকর করা হয়।’
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন হিরা সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।