কোম্পানীগঞ্জ থেকে ২শতাধিক বিদেশী মদসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ২ শতাধিক বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে কোম্পানীগঞ্জের ১নং ইসলামপুর ইউপির দক্ষিণ বুরদের অভিযান চালিয়ে রউফ মিয়া ওরফে পাভেলকে (২৭) গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছ থেকে ২শ ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রউফ মিয়া ওরফে পাভেল (২৭) কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর ইউপির দক্ষিণ বুরদের গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বুধবার বিকেলে র্যাব-৯এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় সোর্পদ করেছে।