জকিগঞ্জ জনকল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২১, ৩:১১ অপরাহ্ণ
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সংগঠন ‘জকিগঞ্জ জনকল্যাণ ফাউন্ডেশন’।
এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রথম ধাপে উপজেলার ৩টি ইউনিয়নে গরীব-অসহায়দের মাঝে কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।
ওইদিন বাদ জুহর বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী বাজার, বাদ আসর সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজার এবং বাদ মাগরিব বিরশ্রী ইউনিয়নের মাসুমবাজারে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে কম্বল বিতরণ করা হয়।
দিনভর এসব প্রোগ্রামে উপস্থিত ছিলেন-জকিগঞ্জের উলামায়ে কেরামের সরে তাজ, জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশি বাজারের মুহতামিম ও শায়খুল হাদীস আব্দুল মুসাব্বির আইওরী সাহেব, জকিগঞ্জের উলামায়ে কেরামের অন্যতম মুরব্বি মাওলানা জাওয়াদুর রহমান সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, মুনশি বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা মাহমুদ সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, জকিগঞ্জ উপজেলা নির্বাচনে সাবেক ভাইস চেয়ারম্যান প্রতিদন্ধী প্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরান, বিশিষ্ট রাজনীতিবিদ, শাহবাগ জামিয়া মাদানিয়ার মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ সাহেব, তরুণ রাজনীতিবিদ, যুবনেতা মাওলানা রায়হান আহমদ, তরুন রাজনীতিক ও শিক্ষাবিদ মাওলানা শিব্বির আহমদ, জনকল্যাণ ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজল হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওসার আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ জালালী।
এছাড়াও জনকল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন স্থরের দায়ীত্বশীল, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আজ শুক্রবার সকাল ১১টায় জকিগঞ্জ পৌরসভার খলাছলড়া তিনটি ইউনিয়ন মিলিয়ে যৌথভাবে বাদ জুমআ মানিকপুর ইউনিয়নে, বিকেল ৩টায় কাজলশাহ ইউনিয়নে এবং বাদ আসর কসকনকপুর ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে।