সিলেটে মাদক ও সন্ত্রাসবিরোধী শপথ নিলেন হাজারো তরুণ-তরুণী
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২১, ৪:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব-৯এর উদ্যোগে শুক্রবার সিলেটে অনুষ্ঠিত ‘হাফ ম্যারাথন প্রতিযোগিতা-২০২১’। এবারের ম্যারাথনে প্রায় ১১’শ দৌঁড়বিদ অংশ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ম্যারাথনের পর আলোচনা অনুষ্টানে সবাই এক সাথে শ্বপথ পাঠ করেন। মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী শ্বপথ পাঠ করান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ, কে, এম, আব্দুল মোমেন।
এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন, র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা প্রসাশক এম কাজী এমদাদুল ইসলাম সহ প্রসাশনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে অনুষ্টিত ম্যারাথনের আয়োজক ছিলো র্যাব-৯ ও সিলেট রানার্স কমিউনিটি।
র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিলেটের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিশেষ করে স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে মাদকাসক্তির ঝুঁকি বেশি থাকে। সেটিকে অধিক গুরুত্ব দিয়ে মাদকবিরোধী এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী মনোভাব তৈরি হয়।
এবারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সিলেট মহানগরীর ‘কিন ব্রিজ’ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন মোড় ঘুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। তাছাড়া এ আয়োজনের মাধ্যমে খেলাধুলা ও শরীর চর্চায় উদ্বুদ্ধ হয়ে শরীর ও মনকে সুস্থ রেখে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা।
ডিএস