গোয়াইনঘাটে নিখোঁজ অমর দাসের সন্ধান চায় পরিবার
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২১, ৫:০৪ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক::
গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারের ব্যবসায়ী বহর নিবাসি মৃত অধীর দাস এর পুত্র অমর দাস (৪১) গত ২০ জানুয়ারি গোয়াইনঘাট থেকে মামলা সংক্রান্ত কাগজপত্র উঠানোর জন্য সিলেট কোর্টে আসার পথে নিখোঁজ হন। ওই দিন বিকাল ৫টা পরে অমর দাসের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায। এরপর থেকে অমর দাসের আর কোন খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় তার ভাই অজিত দাস গোয়াইনঘাটের সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি করেছেন। জিডি নং- ৫৪৬ (২১.০১.২০২১)।
নিখোঁজের সময় অমর দাসের পরণে ছিল কালো শার্ট, ফুল প্যান্ট ও জ্যাকেট। তিনি সিলেটে আঞ্চলিক ভাষায় কথা বলেন, তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।
কোন হৃদয়বান ব্যাক্তি তাহার সন্ধান পেলে ০১৭১৬৮১২৯৪৪ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ হয়েছে।
ডিএস