সিলেটের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। মানুষের কল্যাণে দেশের কল্যাণে নেয়া যে কোন প্রকল্প তিনি অনুমোদন করে থাকেন।
শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটের সাম্প্রতিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এসময় সিলেটকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলতে তার পরিকল্পনার কথা জানান।
এসময় বক্তারা নগরীতে রাত ১০টার পর ট্রাক চলাচল করার দাবী জানালে মন্ত্রী তাতে সায় দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশকে এব্যপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
আলোচনায় অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট চেম্বার সভাপতি এটিএম শোয়েব, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদি ছয়ফুল, উমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।
শিল্প কারখানা স্থাপনের লক্ষে পররাষ্ট্রমন্ত্রী সিলেটে ২০০ একর জমি কথা বললে সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ এ জমির ব্যবস্থা করে দিতে পারবেন বলে জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সকলের বক্তব্য ধর্য্য সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা,রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।