জৈন্তাপুর থেকে ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২১, ২:২৪ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম :: সিলেটের জৈন্তাপুরে থেকে চোরাচালান পন্য ভারতীয় বিস্কুট ভর্তি সিএনজি অটোরিক্সাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর)।
শুক্রবার (২২ জানুয়ারী) সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর থানাধীন শুক্রবাড়ী বাজারে চেকপোস্ট থেকে শাফি চৌধুরী (২৪) নামে একব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে জকিগঞ্জ উপজেলার খালপাড় সাকিনের মৃত কামাল আহমদের ছেলে।
পুলিশ জানায়, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি টিম তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ভারতীয় বিশ কার্টন বিস্কুসহ সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪লাখ ৭২ হাজার টাকা।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান সরকার বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো.লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল জৈন্তাপুর থেকে ভারতীয় চোরাচালান পন্য সহ একজন কে গ্রেফতার করেছে ডিবি।
ডিএস