সিকৃবিতে শীত বস্ত্র বিতারণ
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২১, ৫:০৫ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেছেন সামর্থ্যবানদের মানব সেবার ব্রত নিয়ে শীতার্থদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন প্রতি বছর আমাদের ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ অসহায় মানুষের শীতের কষ্ট লাঘব করা সম্ভব।
রবিবার (২৪জানুয়ারি) বিভাগীয় রাজশাহী সমিতির উদ্যোগে সিকৃবিস্থ কেন্দ্রীয় শহীদ মিনারেআয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাজশাহী সমিতি সিকৃবি জোনের সভাপতি প্রফেসর ড. মোহাঃ তরিকুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটস্থ রাজশাহী বিভাগীয় সমিতির সভাপতি প্রফেসর ড. ইফতেখার আহমদ, প্রফেসর ড. আসাদ-উদ-দৌলা প্রমুখ ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেন মোল্লা,অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো: আব্দুল আউয়াল,জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, অর্থ ও হিসাব উপ-পরিচালক মোহাঃ আব্দুল কাদের জিলানী, ডেপুটি রেজিস্ট্রার মোঃ আশরাফুজ্জামান, ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ মাসুদ রানা ও মোঃ কামরুজ্জামান। উল্লেখ্য প্রতিবছরের ন্যায় এবছরেও শতাধিক সহায় সম্বলহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিলেটস্থ বিভাগীয় রাজশাহী সমিতি।