সিলেটে আল্লামা নুর হোসাইন ক্বাসেমীর জীবন ও চিন্তাধারা শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২১, ৫:২০ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: রাহবরে মিল্লাত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমী (রহ.) এর জীবন ও চিন্তাধারা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে আবনায়ে জামিয়া মাদানীয়া বারিধারা সিলেট বিভাগ।
আগামী ২৮ জানুয়ারি বৃহস্পতিবার নগরীর সোবহানীঘাটস্থ দি আগ্রা কমিউনিটি সেন্টারে দুপুর ২টা থেকে সভা শুরু হবে।
আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- ড. মাওলানা মুশতাক আহমদ ঢাকা, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা মকবুল হোসাইন, আল্লামা নুর হোসাইন ক্বাসেমীর ছাহেবজাদা মাওলানা জাবের ক্বাসেমীসহ সিলেটের শীর্ষ উলামায়ে কেরামগণ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করতে আবনায়ে জামিয়া মাদানীয়া বারিধারা সিলেট বিভাগের নেতৃবৃন্দ গত এক সপ্তাহ থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলায় দাওয়াতি কার্যক্রম শেষ করেছে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল সফলের জন্য সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আবনায়ে জামিয়া মাদানীয়া বারিধারা সিলেট বিভাগের আহ্বায়ক মাওলানা এমদাদুর রহমান আল মাদানী, যুগ্ম আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান ক্বাসেমী, সদস্য সচিব মাওলানা আবুল বাশার।
0