মাধবপুরে নির্বাচনী পোস্টার নিজ হাতে পরিস্কার করলেন নির্বাচিত মেয়র
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২১, ৬:২৮ অপরাহ্ণ
পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃহাবিবুর রহমান মানিক নিজ হাতে পৌর এলাকার সকল নির্বাচনী পোস্টার পরিস্কার করেন।
২৫ জানুয়ারি সোমবার সকালে মাধবপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃহাবিবুর রহমান মানিক পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে নির্বাচন উপলক্ষে লাগানো সকল নির্বাচনী পোস্টার খুলে ফেলেন এবং সকলকে পরিবেশের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আহব্বান জানান।তিনি বলেন, প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর।
প্লাস্টিক পোস্টার যেমন পরিবেশ নষ্ট করে তেমনি পরিবেশের ভারসাম্য নস্ট করে তাই সকল প্লাস্টিক পোস্টার খুলে ফেলেন এবং সে গুলোকে নিস্ক্রিয় করতে নির্দেশ দেন।তিনি বলেন মাধবপুর পৌরসভাকে একটি উন্নত আধুনিক পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলবো এবং জনগনের সকল নাগরিক অধিকার নিশ্চিত করবো।
25 - 25Shares