নবীগঞ্জের করগাঁও গ্রামে আসছেন সাবেক অধিনায়ক আশরাফুল
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২১, ৩:৩১ অপরাহ্ণ
নবীগঞ্জ প্রতিনিধি: আজ ২৬ জানুয়ারী নবীগঞ্জের করগাঁও গ্রামে আসছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি বিজয় দিবস উপলক্ষে হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে করগাঁও নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে যোগ দিবেন।
টুর্নামেন্টের ফাইনালে অংশ গ্রহন করবে ফ্রেন্ডস ক্লাব বনাম ওসমান ক্রীড়া চক্র। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইমুদ্দিন। সভাপতিত্ব করবেন হাকিম ফাউন্ডেশনের পরিচালক জামশেদ আলী।
এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালে বক্তব্য রাখবেন রোকন-হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির যুক্তরাষ্ট ইনক এর যুক্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম।