সাইক্লোনের ১৭০তম সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২১, ৪:১৮ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: লেখকদেরকে অধ্যয়নে মনোযোগী হতে হবে লেখালেখিতে সাফল্য অর্জনের জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন অধ্যয়ন। লেখকদেরকে অধ্যয়নে মনোযোগী হতে হবে।
সামাজিক সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ১৭০ তম সাহিত্য আসরে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি সেলিম আউয়াল এ কথা বলেন। সাইক্লোনের সাহিত্য সম্পাদক নাইমা চৌধুরীর উপস্থাপনায় সোমবার(২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশ নেন এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, ঔপন্যাসিক আলেয়া রহমান, গল্পকার মিনহাজ ফয়সল। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কবি কামাল আহমদ এবং লেখাপাঠে অংশ নেন ইমরান ইমন, মিদহাদ আহমদ, ইকবাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য : সাইক্লোনের নিয়মিত সাহিত্য আসর স্বাস্থ্যবিধি মেনে প্রতি সোমবার বিকেল ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টারে (লিফট-৯) অনুষ্ঠিত হবে।