চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২১, ৯:১৩ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার চুনারুঘাটে উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আঃ শহীদ (৫০) নামের বালুখেকু কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আ: শহীদ উপজেলার ছনখলা গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তলোন করায় খেতামারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শহীদ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুনারুঘাট থানার এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ। এ তথ্য নিশ্চিত করে রাত ৮ টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল জানান অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন