সিলেটে ৩ প্রতিষ্টানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৪:৪০ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম :: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর যৌথ অভিযানে নগরীতে ৩টি প্রতিষ্টানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার (২৬ জানুয়ারী) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম ও
এএসপি ওবাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরীর প্রিন্স রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ১০ হাজার টাকা, সুমেল স্টোর’কে ২ হাজার টাকা ও মীম ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ এর মুখ্পাত্র ওবাইন জানান জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
ডিএস
4 - 4Shares