কোম্পানীগঞ্জে সূচনা প্রকল্পের সহযোগিতা জোরদার করণ বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৭:৩৩ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সূচনা বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, এফ আই ভি ডি বি সূচনা প্রকল্পের আয়োজনে বুধবার (২৭জানুয়ারী) কোম্পানীগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সহযোগীতা জোরদার করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের জি সি ডি ও মো: সাজিদ মিয়ার সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বর্ণনা পূর্বক শুভেচ্ছা বক্তব্য রাখেন,এফ আই ভি ডি বি সূচনা প্রকল্পের আই পি পি সি মো: ফাহিম সারওয়াত।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম,কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ইসলামপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া,দক্ষিন রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, মেডিকেল অফিসার ডা: আরিফুল ইসলাম রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক,উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল ইমরান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মন্নান,পল্লীউন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সমাজ সেবা কর্মকর্তা জনি রঞ্জন দে , উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর তনলাল সাহা,থানা সদর সরকারী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, তেলিখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ রায়, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফিউদ্দিন রেনু, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মো:চাঁনমিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম,সাধারণ সম্পাদক আবিদুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক আকবর রেদওয়ান মনা,অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. জালাল উদ্দিন, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি, ইমাম প্রতিনিধি, উপজেলার সূচনা প্রকল্পের ইউসি, নিউটেশন অফিসার, এফ এফ ও সূচনার উপকার ভোগীবৃন্দ।
বক্তাগণ সূচনার উপকার ভোগীর কাছ থেকে তাদের কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা শুনেন এবং সূচনা কার্যক্রমের প্রশংসা করে বলেন, সূচনা প্রকল্পের সকল কার্যক্রমে তাদের নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা চালিয়ে যাবেন।
2 - 2Shares