শ্রীমঙ্গলে ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৭:৪৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:: মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল পৌর শাখা আনন্দ মিছিল করেছে।
সারাদেশে ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান এবং ৩ হাজার ৭ শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পুর্নবাসন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল পৌরশাখা কর্তৃক আয়োজিত বুধবার বিকাল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল শহরে আনন্দ মিছিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.ছালিক আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সহ সভাপতি ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সের জাহান সেজু, যুবলীগের কোষাধ্যক্ষ মনির মিয়া, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) কছরুল আহমেদ কয়েস, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ নেতা সাবের আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মসাহিদ আহমেদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন, ভূনবীর ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল আহমেদ, সাইফুল, জাবেদ, যুবলীগ কর্মী রুমন আহমেদ, ছাত্রলীগ নেতা তছলিম আহমেদ, ইদ্রিস আলী, জাবেদ, ইমরান, শিমুল প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।