সিলেট শিবেরবাজার থেকে অপহৃত যুবক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৮:৫২ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট সদর উপজেলার শিবেরবাজার থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে।
তার নাম আজাদ হোসেন (১৯)। সে জালালাবাদ থানার বড়ফৌদ গ্রামের মো. নুর উদ্দিনের (৪৯) ছেলে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে বড়ফৌদ গ্রামের কামালের দোকানের সামনে থেকে একই গ্রামের ফয়জুর রহমানের ছেলে নজির আহমদ মোজাহিদ (২৪), মৃত আরজান আলীর ছেলে মুসলেহ উদ্দিন (৩৮) মৃত মনু মিয়ার ছেলে কবির আহমদ সমশাদ (৪৫), ফয়জুর রহমানের ছেলে বশির আহমদ (২৬) আজাদকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে তার বাবা নুর উদ্দিন থানায় মামলা দায়ের ( নম্বর-২১/২১/০১/২০২১) করেন।
এরপর থেকে পুলিশ আজাদকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
অবশেষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবেরবাজারের কান্দিগাঁও গ্রামের রাস্তা থেকে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বর্তমানে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের।
তিনি জানান, অপহরণকারীদের গ্রেপ্তারেও অভিযান চলছে।