জকিগঞ্জ পৌর আ’ লীগের সভাপতি সামসুদ্দীনকে দল থেকে বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৫:২৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: জকিগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিনের বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করায় জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সুপারিশের প্রেক্ষিতে সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সামসুদ্দীন কে দলীয় পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে বহিষ্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে সুপারিশসহ প্রেরণ করা হয়েছে।