৩০ দেশ থেকে ব্রিটেনে আসলে নিজ খরছে ১০ দিনের কোয়ারেন্টিন
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৬:১১ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: ব্রিটেনের বাইরে যাওয়া ও আসার উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। ব্রিটিশ হোম সেক্রেটারী প্রীতি প্যাটেল বলেছেন, ব্রিটিশ নাগরিকদের দেশের বাইরে ভ্রমণ করতে হলে তার যর্থাথ প্রমান দেখিয়ে যেতে হবে। তিনি বলেন, এখন থেকে পুলিশ বিমান বন্দর ও পোর্ট গুলিতে ভ্রমনকারীদের ভ্রমনের প্রয়োজনীয় ক্ষতিয়ে দেখবে।
এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনায় জর্জরিত দেশগুলো (লাল তালিকার) থেকে ব্রিটেনে প্রবেশ করলে নিজ খরছে হোটেল কোয়ারিন্টন করতে হবে।
লেবার পার্টি সরকারের এই প্রদক্ষেপগুলোকে খুবই সামন্য এবং দেরিতে নেয়া হয়েছে বলে উল্লেখ করেছে।
সাউথ আমেরিকা, আফ্রিকার কিছু দেশ এবং পুর্তোগালসহ ৩০টি দেশকে লাল তালিকায় রাখা হয়েছে। এতে বাংলাদেশসহ কিছু এশিয়ার কোন দেশের নাম নেই।
দেশগুলো হল: Angola, Argentina, Bolivia, Botswana, Brazil, Cape Verde, Chile, Colombia Democratic Republic of Congo, Ecuador, Eswatini, French Guiana, Guyana, Lesotho Malawi, Mauritius, Mozambique, Namibia, Panama, Paraguay, Peru Portugal (including Madeira and the Azores), Seychelles South Africa Suriname, Tanzania, Uruguay, Venezuela, Zambia, Zimbabwe.
36 - 36Shares