নিশ্বাস দ্যা ব্রেথ ফাউন্ডেশনের ২য় ধাপে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৭:৩৪ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠা করা একটি গ্রুপ থেকে গড়ে তোলা নিশ্বাস- দ্যা ব্রেথ ফাউন্ডেশনের উদ্যোগে ২য় বারের মতো অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের সভাপতি মহি উদ্দিন তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ লাহিনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, এতে উপস্থিত ছিলেন নিশ্বাস দ্যা ব্রেথ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জুয়েল আহমেদ মাহি, সহ-সাংগঠনিক সম্পাদক মান্না আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ তানভীর, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ সাদী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নাসির আহমেদ, সহ-ধর্ম সম্পাদক সাইদুর রহমান মুরাদ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সামাদ আহমেদ স্বপন, ফাউন্ডেশনের উপদেষ্টা এম জামাল উদ্দীন, সদস্য নাজমুল ইসলাম রুহেল, এন.টি.জেড বুশরা প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, অসহায়, দরিদ্র জনগোষ্ঠী সমাজের একটি অংশ। তাদেরকে বাদ দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সকল বিত্তবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।
5 - 5Shares