সুবিদবাজার লাভলী রোডে প্রবাসীর বাসা দখলের চেষ্টাকালে ৬ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৬ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:সিলেট নগরীর সুবিদবাজার লাভলী রোডে লন্ডন প্রবাসীর বাসা দখলের চেষ্টাকালে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী।
রোববার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, বিশ্বনাথের তপলপুর গ্রামের আপ্তাব আলীর ছেলে মাদক সম্রাট কামাল হোসেন ওরফে গুল্লি কামাল, নগরীর ঘাসিটুলা মোকামবাড়ি এলাকার কামাল মিয়ার ছেলে আব্দুল আহাদ, মজুমদার পাড়ার রওশন আলীর ছেলে কামাল হোসেন, একই এলাকার অলিউর রহমানের ছেলে ইমরান আহমদ মুছা, শামীমাবাদের সোহেল আহমদের স্ত্রী লিপি বেগম ও একই এলাকার দিলীপ দাসের ছেলে লক্ষী রানী দাস।
এ তথ্যটি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ওসি এস.এম আবু ফরহাদ। তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও জবরদখলের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকাল ১১টার দিকে গুল্লি কামালের নেতৃত্বে সন্ত্রাসীরা সুবিদবাজারে লাভলী রোডে লন্ডন প্রবাসী সুফিয়া বেগমের বাসাটি জোরপূর্বক দখল করে বাসার লোকজনদের বের করে দেয়। এ সময় বাসার মালিকদের কাছে চাঁদা দাবি করে বাসায় নিজের সাইনবোর্ড লাগিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে রাতে কোতয়ালী থানার সহাকারী পুলিশ কমিশনার সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরীর নির্দেশনায় ও কোতোয়ালী থানার ওসি এস.এম আবু ফরহাদ এবং পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন যৌথ নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ চাঁদাবাজ ও দখলবাজ আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি এস.এম আবু ফরহাদ বলে, আসামীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও জবরদখলের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে।