দক্ষিণ সুনামগঞ্জে করোনার টিকা নিবন্ধন কেন্দ্রের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৮:১৬ অপরাহ্ণ
কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি: মানুষ যাতে করে সহজে টিকা নিতে পারেন তার জন্য দক্ষিণ সুনামগঞ্জের করোনা ভাইরাস(কোভিড-১৯) এর নিবন্ধন কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শান্তিগঞ্জ বাজার হোসেন ফার্মেসিতে এ নিবন্ধন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, সেকেন্ড অফিসার এসআই আলাউদ্দিন,জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন,দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু খালেদ চৌধুরী রুবেল, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তীসহ প্রমুখ৷