সিলেটে ১ হাজার ৩৭৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ৩:২৩ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম:: সিলেট ওসমানী মেডিকেল এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী বিপ্লব দেবনাথকে (২০) গ্রেফতার করেছে। এসময় র্যাব তার কাছ থেকে র্যাব ১৩৭৭ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত বিপ্লব জকিগঞ্জের লক্ষীরায়ের চক গ্রামের মৃত মৃত নিপেন্দ্র দেবনাথের ছেলে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ ইয়াবা ব্যবসায়ী বিপ্লবকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে মেজর শওকাতুল মোনায়েম, লেফট্যান্টে সিঞ্চন আহামেদ এবং এএসপি আফসান-আল-আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেন র্যাবের এএসপি (গণমাধ্যম) আফসান-আল-আলম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ১৩৭৭ পিস ইয়াবাসহ বিপ্লব নামের এক যুবককে গ্রেফতার করেছে।
ডিএস